মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পার্কে শিক্ষার্থীদের ডেটিং বন্ধে পুলিশের অভিযান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

parkআওয়ার ইসলাম: শিক্ষার্থীদের ডেটিং বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে ময়মনসিংহের পুলিশ। ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি ও ডেটিং মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের নদীর পাড়, পার্ক বা শহরের অন্যান্য স্থানে যুগল অবস্থায় ঘোরাঘুরি ও ডেটিংয়ের বিরুদ্ধে সর্বত্র সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্র্রহ্মপুত্র নদ ছোঁয়া শত বছরের প্রাচীন সাহেব কোয়ার্টার পার্কটিকে সম্প্রতি আধুনিকায়ন করে পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছেন ময়মসনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু। বর্তমানে পার্কটির নামকরণ করা হয়েছে ‘জয়নুল উদ্যান’। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বৈশাখী মঞ্চ এ পার্কের স্বকীয় বৈশিষ্ট্য।

ঐতিহাসিক সার্কিট হাউজ সংলগ্ন পার্কটিতে অনেকেই সপরিবারে ঘুরতে যান। সম্প্রতি মনোরম এই পার্কে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের ড্রেস পরা শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়ে গেছে। পার্কটি প্রেমিক যুগলদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে বিষয়টি শিক্ষক ও অভিভাবকদের দারুণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বসে থাকা বা গল্প করা নয় শিক্ষার্থীদের অনেকেই অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ কারণে পার্কে সব বয়সীদের নির্মল বিনোদনের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে নারী পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সকাল থেকে দুপুর নাগাদ উদ্যান ঘুরে ঘুরে এসব প্রেমিক যুগলের সঙ্গে কথা বলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। সতর্ক করে দেয়ার পাশাপাশি ডেটিংয়ের উদ্দেশ্যে উদ্যানে যেতে নিষেধ করা হচ্ছে তাদের। এরপরও আপত্তিকর অবস্থায় অবাধ বিচরণ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিচ্ছেন তিনি।

অশ্লীলতায় মেতে ওঠা তরুণ-তরুণীদের পার্কে প্রবেশ ঠেকাতে এবং আধুনিকতার নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পার্কে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিবিড় মনিটরিংও করছে পুলিশ। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্কে আসা সাধারণ দর্শনার্থীরা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ পালিয়ে জয়নুল উদ্যানে ডেটিং করে তরুণ-তরুণীরা। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি পার্কে কোনো অসামাজিক কার্যকলাপ চলবে না। এ কারণে প্রতিদিনই পার্কে পুলিশি টহল ও কড়া নজরদারি থাকবে।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ