আওয়ার ইসলাম: আরব বসন্তের জোয়ারে বিক্ষোভ-অস্থিতিশীলতার জেরে গেলো ছয় বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার কোটি মার্কিন ডলার। এর পরিমাণ ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের জিডিপি প্রবৃদ্ধির ৬ শতাংশের সমান।
জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন- ইএসসিডব্লিউ (ESCWA) -এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে সিরিয়ার ভবিষ্যৎ বিষয়ক জাতীয় কর্মপন্থা অনুসারে, ২০১১ সাল থেকে দেশটির মোট জিডিপি এবং মূলধনের ক্ষতি হয়েছে ২৫ হাজার ৯শ' কোটি ডলার।
তিউনিশিয়ায় শুরু হওয়া গণ-আন্দোলন আরব বসন্তের প্রভাবে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। চারটি দেশের দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে।
সংশ্লিষ্ট দেশগুলোতে গণ-আন্দোলন শুরুর আগে অর্থনৈতিক অগ্রগতির যে হিসেব ধরা হয়েছিল, তা দিয়েই ইএসসিডব্লিউ (ESCWA) এ ক্ষতির হিসেব করেছে।
এ বি আর