আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফসলি জমিতে কোনো বিদ্যুৎ প্রকল্প না করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের প্রয়োজন রয়েছে, কিন্তু ফসলের জমি নষ্ট করা যাবে না। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এমনিতেই জমির হার কমছে। এ অবস্থায় জমি রক্ষা করে উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সভায় গ্রিডভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়সংবলিত এ প্রকল্পে ১২৪২ কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
এফএফ