আওয়ার ইসলাম: কোনো বিক্রেতা নেই। দোকানে প্রয়োজনীয় পণ্য থরে থরে সাজানো। ক্রেতারা পণ্য কিনে পণ্যের গায়ে লেখা দাম দেখে হিসাব করে নির্ধারিত বাক্সে টাকা রাখছেন। পণ্য নিয়ে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশে হতে যাচ্ছে এ ধরনের দোকান। নাম হবে ‘সততা স্টোর’। উদ্যোগটি দুর্নীতি দমন কমিশনের। আর বাস্তবায়ন করবে দেশের বিভিন্ন এলাকার নির্ধারিত কিছু মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সততা অভ্যাস ও চর্চার বিষয়। তরুণ প্রজন্মের মধ্যে সততার চর্চা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ইকবাল মাহমুদ বলেন, কমিশন দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, দুর্নীতিকে ঘৃণা করার মানসিকতা ও সততার চর্চা তৈরির মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে চায় কমিশন।
এফএফ