আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারী সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে গাড়ীর নাট খুলে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এ ঘটনাকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ দিয়েছে শিক্ষক ও বিভিন্ন ছাত্রসংগঠন।
বিস্তারিত বিবরণে জানা যায় গাড়িতে করে লালন উৎসবে যোগ দিতে কুষ্টিয়া রওনা করেন। পথে বিআরবি শিল্প এলাকায় ভিসিকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।এ সময় গাড়ি থেকে নেমে এটির অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায় এর চারটি নাট খুলে গেছে। গাড়িটি বিআরবি শিল্প এলাকায় পৌঁছলে হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠে। তখনি আমি গাড়ির গতি কমিয়ে সাইড করি। গাড়ি থেকে নেমে দেখতে পাই পেছনের চাকার বামদিকের ৫টি স্টিকের নাট খুলে গেছে। একটি নাটের ওপরে ভর করে গাড়ি চলছে।
বিষয়টি পুলিশ প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গেছে।
এফএফ