আওয়ার ইসলাম: নির্বাচনের ডামাডোল নিয়ে কী ভাবছে মার্কিনরা?
চলতি নির্বাচন নিয়ে মার্কিনদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। ৮৫ শতাংশ মার্কিন ট্রাম্প বা হিলারির প্রেসিডেন্ট হওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনো আগ্রহ নেই। তাঁরা চান, দ্রুত নির্বাচন শেষ হোক।
মার্কিন নির্বাচনবিষয়ক সংগঠন আমেরিকা ইলেক্টের জরিপে আরো বলা হয়েছে, এবারের নির্বাচন নিয়ে ৭২ শতাংশ মার্কিন নাগরিক উদ্বিগ্ন, ৭১ শতাংশের মধ্যে স্নায়বিক উত্তেজনা দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন ক্ষুব্ধ, ৫০ শতাংশ বিষাদগ্রস্ত, ৩৯ শতাংশ হতাশ।
অবশ্য নির্বাচন নিয়ে কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে, নির্বাচন নিয়ে খুশি মাত্র ২৫ শতাংশ মার্কিন। এ ছাড়া গর্বিত ২৯ শতাংশ ও ৪৮ শতাংশ অভিভূত।
এফএফ