সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

’ট্রাম্পের ভাগ্যকেও আমাদের আল্লাহই নির্ধারণ করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলোরা জামান

donald_trumpযুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্ট এলেন যিনি অন্তত হিপোক্রেইট নন। এই প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্টের ভাষণ শুনে 'এহ, তুমি কত ভালো, সেইটা জানা আছে' ভাবনা আসবে না। ট্রাম্প অন্তত অন্তরে খুনি আর মুখে জেন্টলম্যান না। সে অন্তরে যা রাখে, মুখে সেটাই বলে। উপর দিয়া ভালো মানুষী নাই তার। এধরণের মানুষ পছন্দ করি।

আমেরিকা বহু মানুষের জীবন নষ্ট করেছে। আমেরিকা পৃথিবীর সব দেশের প্রাইভেসী নষ্ট করেছে। সেই প্রাইভেসী নষ্টের নাম আবার সুন্দর করে স্যাটেলাইট দিয়েছে। তখন গা চিড়বিড় করতো। এই এরাই যখন আবার শান্তির বানী কপচায় তখন রাগে ক্ষোভে যা তা করতে ইচ্ছে করতো। এখন অন্তত এই রাগটা থাকবে না। নিউক্লিয়ার উইপন হাতে নিয়ে শান্তির বানী, সভ্যতার ঝান্ডা উড়ানো অসহ্য।

আর মুসলমানের ভাগ্য ট্রাম্প নির্ধারণ করে না। ব্ল্যাকদের ভাগ্য বিধাতাও সে না। বরং ট্রাম্পের ভাগ্যকেই নিয়ন্ত্রণ করেন আমাদের আল্লাহ। তিনি সেটা তার গলার সাথে ঝুলাইয়া দিয়াছেন। ট্রাম্পের বিজয়, হিলারির পরাজয় সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। অথচ ঘটনার আকস্মিকতায় আমরা তা ভুলে যাই। কি হবে, কি হবে ধ্বনিতে চারদিক কাঁপিয়ে তুলি। ঠিক না।

ইলোরা জামান এর ফেসবুক থেকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ