আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসছে। ডেমোক্রাট পার্টি মনোনীত হিলারি ক্লিনটন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন২৪৪ ভোট এবং হিলারি পেয়েছেন ২০৯ ভোট। নির্বাচনে কোনো প্রার্থী যদি ২৭০ ভোট লাভ করেন, তাহলে সংখ্যাগলিষ্ঠতার ভিত্তিতে জয়ী হবেন তিনিই।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে তিক্ততাপূর্ণ নির্বাচনী প্রচারণা শেষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটির ৫০ অঙ্গরাজ্য ও এক ফেডারেল ডিস্ট্রিক্টেএকযোগে ভোটগ্রহণ করা হয়। রাজ্যভেদে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এ ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে শেষ হয়।
বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশ সময় আজ বুধবার বেলা ১১টা নাগাদ জানা যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
আরআর