আওয়ার ইসলাম: সময়ের তালে তালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রশ্ন সবার একটাই, কে হবেন আগামী দিনের প্রেসিডেন্ট?। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল পাওয়া যাওয়ার কথা। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটাভুটির ফল পাওয়া গেছে।
এখন পর্যন্ত নির্বাচনী ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ২০৯টি ভোট।
ট্রাম্প মোট পেয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৮১৮টি ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৬ ভাগ ভোট। হিলারি পেয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৪৭০টি ভোট। অর্থাৎ হিলারি পেয়েছেন মোট ৪৬ দশমিক ৮ ভাগ ভোট।
প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের দরকার আর মাত্র ৩৮টি ভোট । অপরদিকে, হিলারির প্রয়োজন আরো ৬১ ভোট। হিলারির চেয়ে ২৩ ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।
এ বি আর