আওয়ার ইসলাম: এক হাজার আটটি নারিকেল ভাঙা হবে। জ্বালানো হবে অসংখ্য মোমবাতি। সবই প্রার্থনার অংশ। এ প্রার্থনা হিলারি ক্লিনটনের জন্য। প্রার্থনাকারীরা চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হোক হিলারি ক্লিনটন!
সম্প্রতি শ্রীলংকার জাফনায় একদল তামিল আগামী ৮ নভেম্বর এ প্রার্থনার আয়োজন করবে। ওই দিন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাফনার তামিলরা মনে করে হিলারির জয় ভবিষ্যতে তাঁদের জন্য মঙ্গলজনক হবে।
দেশটির উত্তরাঞ্চলের প্রাদেশিক পরিষদের ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) সদস্য ড. শীভাজলিঙ্গম বলেন, ‘আমরা আশা করছি তিনি নির্বাচনে জিতবেন।
শীভাজলিঙ্গম বলেন, ‘শ্রীলঙ্কায় তামিলরা বিশ্বাস করে যে তারা শুধু মার্কিন হস্তক্ষেপ এবং হিলারির জয় শ্রীলঙ্কায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে, সঙ্গে রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে পারেন।’
সূত্র: এন টিভি
এফএফ