আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমাদের বিরুদ্ধে চলমান প্রত্যাহিক জুলুম-নির্যাতন ও নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কাছে শান্তির আহ্বান জানতে লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাল বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির প্রেস সচিব মাওলানা মনির আহমদ।
তিনি জানান, ১৮ নভেম্বর চট্টগ্রামে ও ২৫ নভেম্বর কক্সবাজারে গণসমাবেশ এবং ১ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
গতকাল (৭ নভেম্বর) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা মিলনায়তনে এক সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।
হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা মোজাম্মেল ও মাওলানা মনির আহমদ, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ্ প্রমুখসহ হেফাজতের নেতৃবৃন্দ।
এইচএ