আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে দ্বিগুণ ব্যবধানে জয়লাভ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম নির্বাচনের ভোটগ্রহণ এই অংশে আগেভাগেই শুরু হয়, যা ছিল মিড নাইট ভোট। যার ফলও চলে এলো তাৎক্ষণিক। যাতে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন চার ভোট, রিপাবলিকান ট্রাম্পের ভোট তার অর্ধেক, অর্থাৎ দুই ভোট। এছাড়া লিবার্টারিয়ান প্রেসিডেন্ট প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।
এদিকে নিউ হ্যাম্পশায়ারের দুই শহর হার্টস লোকেশন ও মিলসফিল্ডে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিন শহরে মোট ভোটার ১০০ জনেরও কম।
কানাডা সীমান্ত থেকে ১০ মাইল দক্ষিণে ডিক্সভিল নচে ১৯৪৮ সাল থেকে অন্যান্য রাজ্য থেকে আলাদা সময়ে ভোট দেওয়ার ইতিহাস রয়েছে। ১৯৫২ সালে ভোট দেওয়ার সময়টি একবার পরিবর্তন করা হয়। ১৯৬৪ সাল থেকে তাঁরা আবার নির্বাচনের দিন রাত ১২টা ১ মিনিটে ভোট দিয়ে আসছেন।