রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বার্লিনে পকেটমারদের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পকেটমার আওয়ার ইসলাম:

বার্লিনে পকেটমারের আস্ফালন বেড়েছে প্রবল মাত্রায়৷ মাত্র এক বছরে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে ৪০ হাজার৷ পকেটমার ধরতে শুরু হয়েছে ব্যাপক অভিযান৷ আরম্ভ হয়েছে পকেটমারদের বিচার প্রক্রিয়া৷

 জার্মানির রাজধানী যেন ক্রমান্বয়ে হয়ে উঠছে পকেটমারদেরও রাজধানী ৷ ২০১৫ সালে পুলিশের কাছে মোট ৪০ হাজার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা৷ ইতিপূর্বে বার্লিনে কখনোই এত পকেটমার দেখা যায়নি৷ পরিসংখ্যান তো তা-ই বলছে৷ ২০১৫ সালের আগের ১০ বছরে যেখানে মাত্র ১০ হাজার অভিযোগ পেয়েছিল পুলিশ, সেখানে মাত্র এক বছরেই এসেছে ৪০ হাজার অভিযোগ, ভাবা যায়!

তবে কেউ কেউ বলছেন, এখন পকেটমারদের উৎপাত বেড়েছে ঠিকই, তবে আগে উৎপাত এত কম হয়ত ছিল না৷ তাঁদের মতে, হালে পুলিশ ওয়েবসাইটে অভিযোগ জানানোর ব্যবস্থা করায় ভুক্তভোগীরা অনেক বেশি হারে অভিযোগ করছেন৷

অবশ্য এটা ঠিক, বার্লিনে পকেটমারের উপদ্রব খুব বেড়েছে৷ বাড়ার জন্য দায়ী একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ পকেটমার চক্র৷ চক্রটির বড় একটি অংশই নাকি রোমানিয়ান৷

এর আগে গত জুনে এক দম্পতি এবং তাদের এক সন্তানের বিচার হয় বার্লিনের আদালতে৷ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়েছে তাদের৷ জুলাই মাসে আরেক দম্পতিরও রাস্তা-ঘাটে কৌশলে মানুষের পকেট খালি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়৷

বার্লিনের পুলিশ সম্প্রতি শহরকে যতটা সম্ভব পকেটমারমুক্ত করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে৷ রোমানিয়ার পুলিশের সঙ্গে মিলে দু'দেশে শুরু করা হয়েছে যুগপৎ অভিযান৷ অভিযানে ১০ জন গ্রেপ্তার এবং ৪৪ জন পকেটমারকে চিহ্নিত করা হয়েছে৷

এ বি আর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ