সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বুকের ভেতর লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

mufti-foyjullahবুকের ভেতরে লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো।এ কষ্টের যন্ত্রণা গভীর। আমি একা নই, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী,আমাদের বোন খাদিজা আক্তার নার্গিসকে বীভৎস,সন্ত্রাসী, নৃশংস, বর্বর এবং প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার বর্বরতম ঘটনায় আজ লাল নীল কষ্টে ভাসছে বাংলাদেশ। খদীজার জন্য হাহাকার করছে সব মানবিক মন।

আমি ক্ষুব্ধ,হতবাক। ক্ষুব্ধ সারা দেশের মানুষ। খাদিজার ওপর এই নির্মম ঘৃণ্য হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল। বিভিন্ন সময় নারীর ওপর সহিংসতার ঘটনাগুলোর ন্যায় বিচার হলে,ইনসাফের সংস্কৃতি চালু থাকলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না।

জানি না ,এর বিচার হবে কি না? নাকি শত সহস্র অমানবিক ঘটনার মত এই বর্বরতা, নির্মমতা,নিষ্ঠুরতার কথা সবাই একদিন বে মা'লুম ভুলে যাবে!

আমি হামলাকারী বদরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাজনৈতিক পরিচয়ে যেন ঘটনার হোতা বেঁচে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানাচ্ছি।

আমরা সুস্পষ্ট ভাবে বলছি,ধর্ষণ নয়,ভোগ্যপণ্য নয়, মিথ্যা স্লোগান নয়। নারীকে মায়ের কাতারে দাঁড় করান। নারী হবে মানুষ। নারী হবে আপনার মা। নারী হবে আপনার বোন। নারী হবে আপনার স্ত্রী। নারীকে মানুষের মর্যাদা দিন। নারীর মর্যাদা সমুন্নত করুন।

পরিস্কার করে বলতে চাই, তথাকথিত প্রগতিশীলতার ধ্বজাধারীরা সুকৌশলে নারীদেরকে লালসার বস্তুতে পরিণত করার সুচতুর দুর্গন্ধময় পথ উম্মুক্ত করছে। কথিত নারীবাদীদের কাছে আজ নারীরা ভয়াবহ লালসার শিকার হচ্ছে। তারাই ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরছে নারীদের। তারাই নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার মিথ্যা শ্লোগান দিয়ে পথে ঘাটে নির্যাতন করছে নারীদের।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক পেইজ থেকে

আরআর

desh2


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ