আওয়ার ইসলাম: আগামী ১০ ও ১১ নভেম্বর আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে মহাসম্মেলনে পাঁচ হাজার কারী’কে সম্মাননা স্বরূপ পাগড়ী ও নারীদের ওড়না প্রাদান করা হবে।
শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের ৩৫ বছর পূর্তি ও পাঁচশালা দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে ৪ নভেম্বর, শুক্রবার কেন্দ্রীয় দফতর আঞ্জুমান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান সভাপতি মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক।
সম্মেলনে সৌদি আরব, ভারত ও মালয়েশিয়াসহ দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা কারী জালালুদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা কারী ইনাম বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী নুরুল মুত্তাকীন জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী আব্দুর রহীম, দফতর সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা কারী জুবায়ের আহমদ আনওয়ারী, মাওলানা কারী শরিফুল ইসলাম শরিফ, মাওলানা কারী তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা কারী মুজাহিদুল ইসলাম, মাওলানা কারী হিফজুর রহমান, মাওলানা কারী রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা কারী আবুল হুসাইন শরীফ, মাওলানা কারী নাঈমুল ইসলাম, মাওলানা কারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা শামছুল হক প্রমুখ।
সভায় সম্মেলনের প্রস্তুতি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়।
সম্মেলন আয়োজনে সহযোগিতার জন্য এসএমপি, সিলেট সিটি কর্পোরেশন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দেশবাসীর প্রতি আরো সহযোগিতার আহ্বান জানানো হয়। আঞ্জুমান নেতৃবৃন্দ দস্তারবন্দী মহাসম্মেলনকে সফল করতে দেশবাসীর কাছে দুআ কামনা করেন আমেলার সদস্যগণ।
আরআর