আওয়ার ইসলাম: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইরাকি সেনাবাহিনীর ব্যাপক সমাবেশকে ভেদ করে মসুল ছেড়ে পালিয়েছেন আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি।
গতকাল শুক্রবার এই খবর দেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী।
এই মসুল কয়েক দিন আগে অবধি ছিল আইএসের শক্তঘাঁটি। ইরাকি সেনা মসুলকে দখলমুক্ত করার পরই আইএসের স্বঘোষিত খলিফা বাগদাদির খোঁজে অভিযানে নামে। দিন দুয়েক আগে ইরাকি সেনা দাবি করে, তারা বাগদাদিকে চারদিক থেকে ঘিরে ফিলেছে। মসুল থেকে পালাতে পারেননি আইএস প্রধান। আত্মগোপন করে রয়েছেন।
ইরাকি সেনার এই দাবি নস্যাত্ করে পশ্চিমি গোয়েন্দা সূত্রের উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানান, বাগদাদি মসুলে নেই।
এফএফ