ফারুক ফেরদৌস
শিল্পী নাসের কাবসীকে কাফের বলা এবং তার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেয়ার অপরাধে সৌদি আরবের এক ফৌজদারি আদালত আসির এলাকার জামে মসজিদের ইমাম ও খতিব শীর্ষ আলেমকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ঐ প্রখ্যাত আলেম সম্প্রতি এক বয়ানে শিল্পী নাসের আল কাবসীর বিরুদ্ধে কাফের দায়ূস ইত্যাদি আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন। পরে নাসের কাবসী এই ব্যাপারে আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ওই আলেমকে আদালতে তলব করেন এবং ৪৫ দিন সশ্রম কারাভোগের শাস্তি প্রদান করেন।
আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী নাসের কাবসী।
সূত্র: কুদরত
এফএফ
http://ourislam24.com/2016/11/03/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%80-%e0%a6%89%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/