আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামক হিন্দু যুবক কর্তৃক পবিত্র কাবাঘরের ছবিতে শিবমূর্তি যুক্ত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র কাবা শরীফ মুসলমানদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানের স্থান। এই কাবা শরীফের সাথে শিব মূর্তির ছবি যুক্ত করে হিন্দু যুবক কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আমি এই জঘণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুফতী ফয়জুল্লাহ বলেন, আমরা শুনেছি স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। সেজন্য স্থানীয় জনগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সরকারের কাছে দাবী জানাচ্ছি পবিত্র কাবাঘরকে অবমাননাকারী রাজরাসকে ফাঁসি দিন, যেন এই বিচার দেখে ভবিষ্যতে কোন দূরাচার এমন জঘণ্য অপরাধ করার দুঃসাহস না পায়।
আরআর