সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

টাকা কি মানুষের কাছে রক্তের ফোটা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasrinমেরিনা নাসরিন

পুরো বগীতে মাত্র একটি মেয়েই এভাবে মালকিনের পায়ের কাছে সিট ধরে পাটাতনে বসেছিল। কারণ সে কাজের মেয়ে। আমরা এমন প্রায়ই দেখি গৃহকর্মীদের কপালে দুরপাল্লার একটি সিট কপালে জোটে না। টাকা মানুষের কাছে কি রক্তের ফোটা? কি অদ্ভুত!

ভদ্রমহিলা তার সাথে ২১/২২ বছরের ছেলেকে নিয়ে গ্যাট হয়ে সিটে বসে আছেন পায়ের কাছে নিপীড়িত মানবতা। কিছুই বলি নাই, শুধু বলেছি ২৭১ টাকা এতই বেশি? অথচ সাজসজ্জা দেখে মনে হচ্ছে যথেষ্ট ধনী। আমার বন্ধু লিস্টে কি এমন কেউ আছেন যিনি ঘরে কাজ করা মেয়েটিকে সামান্য ভুলেই মারেন, খাবারে কাপড়ে কষ্ট দেন? সেটা হলে সরি আমি আপনার বন্ধু লিস্টে থাকার যোগ্য নই।

গৃহকর্মীর সাথে কিছু বৈষম্য থাকবেই, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এতটা কেন? আমার বাসায় যারা কাজ করে গিয়েছে তাদের সবার বাড়িতে আজ অবধি ঈদের কাপড়, আর্থিক সহায়তা পৌঁছে যায়। নিজে খরচ করে ঘটা করে তিনটা মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা মেয়ে না হলেও অনেকটা আমার মেয়ের মতই। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে কোন মেয়ে আমার বাড়িতে কাজ করতে এসেছে অথচ নিজে ইচ্ছায় কাজ ছেড়ে বাড়ি যেতে চেয়েছে। আমি কখনই ওদের প্লেটে খাবার তুলে দেই না, ওরা নিজের ইচ্ছে মত বেড়ে খায়। আমি একটা চক্লেট খেলেও ভাগ করে দেই। কাপড় দেখে অনেকেই ভাবে ওরা আমার ছোট বোন। দিনের নির্দিষ্ট একটা সময় টিভির রিমোর্ট কন্ট্রোল ওদের হাতে থাকে। এগুলো আমি গর্বের সাথেই বলতে পারি।

গৃহকর্মীদের সাথে এসব অমানুষের মত আচরণ দেখলে আমার মাথা আওলাইয়া যায়। ছবিটি আজ কর্মস্থলে যাবার পথে ট্রেন থেকে তোলা। আমার দু সিট সামনে ছিলেন তারা। অনুমতি নিয়ে ছবি তুলিনি বলে ক্ষমা চাই। তবে ভদ্রমহিলার ছবি ক্রপ করে দিলাম যাতে চেনা না যায়। খুব মন খারাপ হয়েছে। মানুষ আমরা মানুষ কেন নই?

মেরিনা নাসরিন এর ফেসবুক পেইজ থেকে নেয়া


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ