আওয়ার ইসলাম: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে দাবি করেছেন তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর তাকে বলেছেন, খারাপ ভাষা ব্যবহার না করতে এবং তিনি ‘ঈশ্বর’কে প্রতিশ্রুতি দিয়েছেন কথা বলার সময় আর খারাপ শব্দ ব্যবহার করবেন না।
জাপান সফর শেষে দেশে ফিরে এ কথা জানান দুয়ার্তে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিমানে ইশ্বর তাকে আল্টিমেটাম দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানে আমি একটি কণ্ঠকে বলতে শুনি, খারাপ ভাষা ব্যবহার করো না হলে মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়বে। ফলে আমি খারাপ ভাষার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দেই।’
দুয়ার্তে জানান, তিনি ঈশ্বরে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গালি, খারাপ ভাষা ব্যবহার করবেন না। তিনি বলেন, ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি ফিলিপাইনের জনগণের প্রতিও প্রতিশ্রুতি।
অবশ্য তিনি জানিয়েছেন, তার প্রতিশ্রুতি একটা সীমা থাকবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা রাজনৈতিক বিরোধিদের বিষয়ে এ প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না সময়ই বলে দেবে।
এফএফ