আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী ইসলাবাদ অচল করার কর্মসূচিকে ঘিরে অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তেহরিকে ইনসাফ দল বা পিটিআই’র প্রধান ইমরান খান ও ইসলামাবাদ হাইকোর্ট। এ অবস্থায় আগামী সোমবার ইমরান খানকে তলব করেছে আদালত।
ইমরান খান বলেছেন, আগামী ২ নভেম্বর যেকোনো মূল্যে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, যেন ওই দিন কাউকে কোনো কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করতে দেয়া না হয়। ইমরান খানের দল পিটিআই’র ডাকা ইসলামাবাদ অচল কর্মসূচির বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনের শুনানিকালে বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি বলেন, “২ নভেম্বর কাউকে ইসলাবাদ বন্ধ করে দেয়ার অনুমতি দেয়া হবে না। প্রতিবাদের নামে সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্নের বিষয়ে আপোশ করা হবে না।”
বিচারপতি শওকত আজিজ তার আদেশে আরো বলেছেন, যদিও পিটিআই’র প্রতিবাদ করার অধিকার রয়েছে তবে কোনো দলকেই শহর অবরুদ্ধ করার সুযোগ দেয়া হবে না। তিনি বলেছেন, প্রতিবাদের দিন হাসপাতাল, স্কুল এবং দোকানপাট সবই খোলা থাকবে। পিটিআই-কে জনসভা করার জন্য জেলা প্রশাসন নির্দিষ্ট স্থান বরাদ্দ দেবে।
এদিকে, রাজধানী ইসলামাবাদে গণবিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র: পার্স টুডে
এফএফ