শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মোদি তিন তালাক নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন: আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad madaniআফিফ রহমান: তিন তালাক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন। আরশাদ মাদানি বলেন, রাজনীতিকদের কাজই রাজনীতি করা, কিন্তু আশ্চর্য হলো, এমন একটি সমস্যা সৃষ্টি করা হচ্ছে যার কোনো অস্তিত্ব ছিলো না।

ইসলাম মেয়েদের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে আরশাদ মাদানী বলেন, ‘ইসলামে বিধবা ও তালাকপ্রাপ্তাদের বিয়ে করতে উৎসাহিত করা হয়েছে। হিন্দু ধর্ম বিধবা বিয়েকে অভিশপ্ত মনে করে। মেয়েদের উপর যদি এতই দরদ থাকে তাহলে এসব ক্ষেত্রেও মেয়েদের অধিকার দেয়ার দাবিতে আওয়াজ ওঠান।’

তিনি বলেন, মুসলিম মেয়েদের সমান অধিকার দেয়ার বাহানায় সরকার আসলে মুসলিম ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করতে চাচ্ছে। তিন তালাককে আলোচনায় আনা হলেও সরকার এরপর সব ব্যাপারেই হস্তক্ষেপ করবে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: রোজনামা খবরিন

এফএফ

আরও পড়ুন...

http://ourislam24.com/2016/10/24/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ