আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে প্রশিক্ষণার্থী (ক্যাডেট) ও নিরাপরক্ষীসহ কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে ১২০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী। ৪ ঘণ্টা যাবত চলে ভয়াবহ এ হামলা।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ হামলা হয়।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, হামলাকারীরা বোমাযুক্ত পোশাক পরে কলেজ ভবনে ঢুকে প্রকাশ্যে গুলি চালায়। এর পর কয়েক ঘণ্টা ধরে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে তিন জঙ্গিই নিহত হয়।
বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি বলেন, পাকিস্তানের সেনা ও আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস জঙ্গিবিরোধী অভিযানে নামে। সেই অভিযানে কয়েকশ ক্যাডেটকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
হামলার বিষয়ে এক ক্যাডেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিন হামলাকারী ছদ্মবেশে কলেজে প্রবেশ করে। তারা গুলি করতে করতে ছাত্রাবাসের দিকে আসতে থাকে। কিন্তু তাদের আসার আগেই দেয়াল টপকে পালিয়ে যান তিনি।
ওই ক্যাডেট আরো বলেন, জঙ্গিদের মধ্যে দুজন বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়। অন্যজন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়।
পাকিস্তানের ওই পুলিশ প্রশিক্ষণ কলেজটিতে প্রায় ৬০০ ক্যাডেট ছিলেন।
সূত্র: জিও টিভি পাকিস্তান
আরআর