আফিফ রহমান
কাবার তওয়াফ ও যিয়ারত যে কোনো মুসলমানের জন্যই গর্বের ও সওয়াবের কাজ । এ বছর হজ্বের সময় তোলা তওয়াফের একটি ছবিতে দেখা যায় কাবার চারপাশের মানুষের আকৃতিকে পাখির চোখে দেখা যাচ্ছে হার্টের আকৃতি বা লাভ আকৃতির মত। ছবিটি অনলাইনে ভাইরাল হয়েছে।
আল আরাবিয়ার তথ্য অনুযায়ী চলতি বছর হজের সময় আহমদ হাজের নামের ব্যক্তি কাবা তওয়াফের ছবিসহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজের ক্যামেরায় ধারণ করেন। এর মধ্যে একটি ছবি মানুষ খুব পছন্দ করছে। বিপুল সংখ্যক মানুষ ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে তওয়াফের একটি মুহূর্তে চারপাশের মানুষের আকৃতি ঠিক হৃদয় বা লাভ আকৃতির হয়ে গেছে।
আহমদ বলেন তিনি কাবার এই ছবি তখনই প্রকাশ করেন নি যাতে মানুষ হজ্ব সম্পন্ন করে বাড়ি ফিরে এই ছবি শেয়ার করতে পারেন।
আহমদ হাজের ৭ জিলহজ্ব থেকে সৌদি বিমান বাহিনীর একটি দলের সাথে কাবার এমন বেশ কিছু ছবি তোলেন। যেগুলো একটি একটি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করছেন।
তিনি বলেন, আমি হেলিকপ্টারে বসে হারামে মক্কীর তওয়াফের অনেকগুলো ছবি তুলি। চলমান তওয়াফের কারণে দৃশ্য হাজার রকমে পরিবর্তিত হচ্ছিলো। এই সময় হঠাৎ এমন একটি মুহূর্ত এলো, যখন হাজীরা কাবার চারদিকে লাভ আকৃতিতে দাঁড়িয়েছিলেন, আমি তৎক্ষণাৎ ছবিটি তুলে নেই।
সূত্র: এক্সপ্রেস নিউজ
এফএফ