আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ্যাভিগদর লিবারমান ঘোষণা দিয়েছেন গাজার সঙ্গে পরবর্তী যুদ্ধই হবে শেষ যুদ্ধ। তিনি ঘোষণা দিযেছেন সর্বশেষ এই যুদ্ধে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
সোমবার জেরুজালেম ভিত্তিক ফিলিস্তিনি পত্রিকা আল-কুদসকে দেওয়া এক সাক্ষাতকারে এ্যাভিগদর এ কথা বলেন।
গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের সঙ্গে ইহুদি রাষ্ট্রের ভবিষ্যত পরিনতি কি? এমন প্রশ্নে লিবারমান বলেন, প্রত্যেক ফিলিস্তিনিরই উচিৎ হামাসকে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা থেকে বিরত রাখা।
লিবারমান ঔধ্যত্বপূর্ণভাবে ঘোষণা দেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, পার্শ্ববর্তী গাজা কিংবা পশ্চিম তীর, লেবানন কিংবা সিরিয়ায় কোন যুদ্ধ করার পরিকল্পনা আমাদের নেই। কিন্তু গাজায় ইসরায়েলকে নি:শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য ফিলিস্তিনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন তুলেছে। বিশেষ করে যারা হামাসের সমর্থক তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে। এমনটি এ্যাভিগদরকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করেছে।
স্থানীয় নির্বাচনে জয়ী হবে হামাস ২০০৬ সালে গাজার নিয়ন্ত্রণ নেয়। এখন পর্যন্ত গাজা এবং ইসরায়েলের মধ্যে চারটি খন্ডকালীন কিন্তু রক্তাক্ত যুদ্ধ সংঘটিত হয়েছে।
-দ্য ইনডিপেন্ডেন্ট