রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিন্দু মন্দির সুরক্ষায় পাকিস্তানের চল্লিশ কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mandir-in-pakistanআওয়ার ইসলাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু মন্দির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্যে ৪০ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেছে সিন্ধু প্রদেশের বর্তমান সরকার। হিন্দু মন্দিরের পাশাপাশি সংরক্ষণ করা হবে গির্জা এবং গুরুদ্বারগুলিও।

জানা গেছে, এই টাকার সিংহভাগ খরচ হবে সিন্ধু প্রদেশের এই সব মন্দির, গির্জা এবং গুরুদ্বার অঞ্চলে সার্ভিলেন্স ক্যামেরা লাগানোর জন্যে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বিশেষ সহায়ক খাটুমাল জীবন জানিয়েছেন, এর ফলে ধর্মস্থানগুলিতে আর কড়া হবে নিরাপত্তা বলয়।

লারকানা, হায়দরাবাদ এবং অন্যান্য অঞ্চলে হিন্দু মন্দিরে হামলার পরেই নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জরদারি।

সিন্ধু প্রদেশে মোট ১২৫৩টি মন্দির, গির্জা এবং গুরুদ্ধার রয়েছে। তার মধ্যে ৭০৩টি মন্দির এবং ৫২৩টি গির্জা রয়েছে।

সূত্র: ডন নিউজ

এফএফ

 


সম্পর্কিত খবর