আওয়ার ইসলাম: গত প্রায় দুই মাস ধরে কওমি অঙ্গনে প্রধান আলোচ্যবিষয় কওমি শিক্ষাসনদের স্বীকৃতি। গত এক দশক ধরে বিষয়টি আলোচনায় থাকলেও মাস দুয়েক আগে একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতির বিষয়টি নিয়ে কথা বললে এটি আলোচনার শীর্ষে উঠে আসে। এরপর ঘটনাবহুল সময় পেরিয়ে সর্বশেষ গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেলো বেফাকের উদ্যোগে ওলামা সম্মেলন। সারাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে সরকারের কাছে নয় দফা প্রস্তাবনা পেশ করা হয়। এই প্রেক্ষাপরে স্বীকৃতির প্রশ্নে এক তরুণদের এক টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে কওমি মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন ।
বৈঠকের জন্য ফেসবুকে মতামত নিয়ে প্রায় অর্ধশত তরুণকে নির্বাচন করা হয়েছে। তারা হলেন:
মাওলানা মামুনুল হক
মাওলানা মুসলেহ উদ্দীন রাজু
মুফতী হারুন ইজহার
মাওলানা হাসান জামীল
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
মাওলানা রুহুল আমীন সাদী
মুফতী সাখাওয়াত হোসাইন
মাওলানা মুসা আল হাফিজ
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
মাওলানা ওয়ালী উল্লাহ আরমান
মুফতী এনায়েত উল্লাহ
মুফতী লাবীব আব্দুল্লাহ
মুফতী জিয়া রহমান
মুফতী আমজাদ হোসাইন কুমিল্লা
মুফতী আতিক উল্লাহ আতিক
মুফতী হাবীবুর রহমান মিছবাহ
মুফতী আব্দুল্লাহ আল ফারুক
মাওলানা গাজী সানাউল্লাহ
মুফতী হুমায়ূন আইয়ুব
মুফতী মাসউদুল কাদির
মাওলানা সৈয়দ শামসুল হুদা
মুফতী লুৎফুর রহমান ফরাজী
মাওলানা আলী হাসান তৈয়ব
মুফতী শামসুদ্দোহা
মাওলানা সাইফ সিরাজ
মুফতী এহতেশাম কাসেমী সিলেট
মুফতী মুহাম্মদ তাসনীম
মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ
মাওলানা এহসান বিন মুজাহির
মাওলানা এমদাদুল হক চুয়াড়াঙ্গা
মাওলানা মুহাম্মদ ইসহাক খান
মাওলানা এহসানুল হক
মুফতী সালাহুদ্দীন মাসউদ
মুফতী সাঈদ কাদির
মুফতী শফিক রহমান
জাগ্রত কবি মুহিব খান
ডক্টর হোসাইনুল বান্না
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী
মাওলানা জুনায়েদ কিয়ামপুরী
মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী
ডক্টর সৈয়দ রিজওয়ান আহমদ সুনামগঞ্জ
মুফতী রাফি বিন মুনীর
মাওলানা রেজাউল করীম আবরার
মাওলানা উবায়দুল্লাহ হামজা পটিয়া
মুফতী ফাহিম মুহাম্মদ আতাউল্লাহ
মাওলানা লিসানুল হক্ব
মাওলানা তাহমীদুল মাওলা
মুফতী মাহবুবুল হাসান আরিফী
বৈঠকের সম্ভাব্য তারিখ ও সময় হিসাবে আগামী ২৬/১০/২০১৬ রোজ বুধবার বিকাল তিনটাকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও পরে ২৭/১০/২০১৬ তারিখে গওহরডাঙ্গা বোর্ড ওলামা মাশায়েখ সম্মেলন ডাকায় পূর্বঘোষিত তারিখ পিছিয়ে আগামী ২৯/১০/২০১৬ শনিবার সকাল নয়টায় বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এফএফ