আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল সকাল ৯টায় আবার শুরু হচ্ছে সম্মেলন।
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার পর ৬৭ বছরে এখন পর্যন্ত আওয়ামী লীগের ১৯টি জাতীয় সম্মেলন হয়েছে। ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার ও রবিবার (২২ ও ২৩ অক্টোবর)।
নানা বিবেচনায় এবারের জাতীয় সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন মাত্রা পেয়েছে। বিগত যে কোনো সম্মেলনের চেয়ে এবারের প্রস্তুতিও ব্যাপক এবং বহুমুখী। এ সম্মেলনকে ঘিরে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সাজ সাজ রব উঠেছে। দলীয় পদ-পদবির জন্য দৌড়ঝাঁপও শুরু হয়েছে। গঠনতন্ত্র সংশোধন ও ঘোষণাপত্র চূড়ান্ত করাসহ নানা কাজের জন্য গত এপ্রিলে সম্মেলনের প্রস্তুতির জন্য ১১টি উপ-কমিটি গঠন করা হয়। প্রতিটি উপ-কমিটি নিজ নিজ বিভাগের সব প্রস্তুতি সভাপতির সরাসরি তত্ত্বাবধানে এরই মধ্যে সুষ্ঠুভাবে শেষ করেছে। বুধবার অনুষ্ঠিত দলের বর্তমান কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক সম্মেলনের শেষ সেশন পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এফএফ