রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


অনুষ্ঠানে পৌঁছলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan4আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত ওলামা সম্মেলনে এসে পৌঁছেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শাহ আহমদ শফী। সকাল ৯টা ৪০ মিনিটের কাছাকাছি সময়ে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছেন। কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন।

এর আগে জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরের মাঠে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে সম্মেলণের আনুষ্ঠানিক কার্যক্রম। উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে ওলামায়ে কেরাম।

বেফাকের উলামা সম্মেলন শুরু; আসছেন আল্লামা শফী

সকাল ৮ পরপরই মাওলানা কারী বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে দেওবন্দের তারানা পাঠ করেন মাওলানা খালিদ বিন নূর।

সম্মেলন উপলক্ষে গতকাল থেকেই আলেম ওলামাগণ আরজাবাদে আসতে শুরু করেছেন। ঢাকার আলেম ওলামাগণও ভোরেই রওনা দেন আরজাবাদের উদ্দেশ্যে। আয়োজকরা জানান, আলেমদের জনারণ্যে পরিণত হবে আজকের ওলামা সম্মেলন।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির লক্ষ্যে চলমান সমস্যা নিরসন ও আগামীর পথ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবে আজকের সম্মেলন।

মঞ্চে উপস্থিত রয়েছেন, বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, জামিয়া রাহমানিয়ার’র প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মনজুরুল হক আফেন্দী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মুফতি মুহাম্মদ তৈয়ব প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর