ফারুক ফেরদৌস
পবিত্র কাবার গিলাফের নকশায় পরিবর্তন আনা হয়েছে। মক্কা মুকাররমায় আগত জিয়ারতকারীরা কাবার গিলাফের নতুন নকশা খুব পছন্দ করছেন। খবর সৌদি গেজেটের।
নতুন গিলাফে সাধারণ নিয়ম ভেঙে গিলাফের ইয়েমেনি কোণকে স্বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে। লেখায়ও পরিবর্তন আনা হয়েছে। আগের ‘আল্লাহ ধ্বংসশীল নন’ কথাটির বদলে লেখা হয়েছে ‘আল্লাহু আকবার’ বা আল্লাহ সবচেয়ে বড়।
নতুন গিলাফ তৈরি হয়েছে খাটি রেশম এবং সোনায়। এতে খরচ হয়েছে আট মিলিয়ন মার্কিন ডলার। গিলাফটির সাইজ ৬৫৮ বর্গমিটার। এটি তৈরি করা হয়েছে ৪৭ টুকরো কাপড় দিয়ে।
সাধারণত কাবার গিলাফ প্রতি বছর আরাফার দিন পরিবর্তন করা হয়। কারণ এই দিন সব জিয়ারতকারীরা আরাফায় জমা হওয়ায় মক্কায় ভিড় থাকে না।
এফএফ