মাওলানা কাজী ফজলুল করিম বাংলাদেশের অন্যতম আলেমে দীন। বগুড়ার জামিয়া আরাবিয়া শামসুল উলুম (কারবালা) মাদরাসার শাইখুল হাদিস। লেখক এবং গবেষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিষয়ক চলমান বিতর্ক বিষয়ে এবং কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিষয়ক তার সঙ্গে দীর্ঘ আলাপ হয়।
কওমি সনদের স্বীকৃতি বিষয়ে তিনি বলেন, আমরা সরকারের কাছে এতটুকুই দাবি করতে পারি, কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয় বরং এই কওমি মাদরাসাগুলোতে যে পড়ালেখা শেখানো হয়, এই পড়ালেখাও যে একটি শিক্ষা।
একজন ডাক্তার যেমন সমাজের মানুষকে চিকিৎসা সেবা দেন, একজন উকিল যেমন সমাজকে আইনের সেবা দেন, আমরাও মানুষকে ধর্মীয় সেবা প্রদান করে থাকি। মানুষকে নামায শিক্ষা দিই, মানুষকে ইসলাম শিক্ষা প্রদান করে তাদেরকে ইসলামের পথে জীবন পরিচালনা করতে উৎসাহিত করি।
সনদের বিষয়ে তিনি স্যোশাল মিডিয়ার বিতর্ক নিয়ে বলেন, ফেসবুক টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নবীন আলেম বা ছাত্রদের পোস্ট কমেন্টগুলোতে বড়দের অসম্মান করে কথা বলা হচ্ছে, যা কাম্য নয়। বর্তমানে যে সনদের কথা উঠেছে, এটি একটি প্রাসঙ্গিক বিষয়। এটাকে কেন্দ্র করে কোন বিতর্ক কাম্য নয়। এতে করে শুধু দূরত্ব বাড়বে, সমস্যার সমাধান হবে না।
কওমি মাদরাসা ও সাধারণ শিক্ষা, সনদের প্রয়োজনীয় বা অপকারিতা বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওলানা কাজী ফজলুল করিম। আগামী কাল পড়ুন এর বিস্তারিত।
সাক্ষাৎকার নিয়েছেন, সালাহুদ্দীন মাসউদ ও ইশতিয়াক আহমাদ।
আরো পড়ুন: উত্তরায় স্বীকৃতি বিষয়ে সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি সভা
আরআর