এইচ আল বান্না: আজকে শিক্ষক দিবস। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার শিক্ষকেরা। আজকে আমি যা কিছু ভাবছি, যেভাবে ভাবছি এবং যতটুকু ভাবছি এই ভাবনার জগতের পেছনে কারিগর আমার শিক্ষকরাই।
একটু চোখ বন্ধ করুন। মনে পরে শৈশবে শরতের নীল আকাশের নিচে নড়বড়ে টিনের ছাউনি দেয়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কেউ একজন খুব আদর করে মাথায় হাত বুলিয়ে বলেছিল "বাবা তুই অনেক বড় হবি একদিন"।
সেই প্রাইমারির শিক্ষক কিন্তু খুব বেশী বড় হন নি, বয়সের ভারে বৃদ্ধ হয়েছেন, তিনি হয়ত আগের সেই পুরাতন স্কুলঘরেই রয়ে গেছেন, আপনি আমি আমরা শহর নগর ছাড়িয়ে আন্তর্জাতিক দুনিয়ায় পৌঁছে গেছি। হয়ত বিশ্বের নামী দামী কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, লইয়ার কিংবা প্রত্যন্ত কোন গ্রামে আমার বন্ধুর মত মানব সেবায় চিকিৎসা দিয়ে যাচ্ছি, আর জীবনের ঘোড়দৌড়ে ভুলে গেছি সেই সাদামাটা মানুষটার কথা।
চোখ খুলুন, গ্রামের সেই সাধারণ মানুষটা আপনাকে ভুলে গেছে, আপনিও ভুলে গেছেন তাকে, তবু এই যে ভাবছেন, কাজ করছেন এইসবের পেছনে ভুলে যাওয়া মানুষটা কি অবিকল আজো রয়েগেছে আপনার ভেতরে অজান্তেই।
আমাদের গহীনে থেকে যাওয়া সেইসব মহান মানুষদের শ্রদ্ধা জানাই।
এফএফ