আবু সাঈদ যোবায়ের
নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। অসুস্থতা বা অন্য কোন কারনে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ আদায় করতে হবে। এরপরও সম্ভব না হলে শায়িত অবস্থায় নামাজ আদায় করতে হবে। শায়িত অবস্থায় নামায আদায় করার কয়েকটি পদ্ধতি রয়েছে।
১. পা পশ্চিম দিকে, মাথা পূর্ব দিক দিয়ে চিত হয়ে শয়ন করবে। সম্ভব হলে পিঠ ও মাথার নিচে বালিশ ইত্যাদি কিছু দিয়ে উঁচু করে নিবে যেন সিনা ও চেহারা কিবলামুখী হয়ে থাকে। পা পশ্চিম দিকে বিছিয়েও দিতে পারে তবে সম্ভব হলে হাঁটু ভাজ করে রাখবে। শায়িত অবস্থায় নামায আদায়ের ক্ষেত্রে এই পদ্ধতিই অগ্রগণ্য।
২. মাথা উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে রেখে শুবে। এভাবে ডান কাতে শুয়ে বুক ও চেহারা কিবলার দিক করে রাখবে।
৩. মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে করে শুবে। এভাবে বাম কাত হয়ে শুয়ে চেহারা ও সিনা কিবলার দিকে রাখবে। উল্লেখ্য, এ সকল পদ্ধতির কোনোটি সম্ভব না হলে যেভাবে শোয়া সম্ভব সেভাবে শুয়ে মাথা নেড়ে রুকু-সিজদা করবে। এসকল ক্ষেত্রে সিজদার জন্য রুকুর চেয়ে মাথা কিছুটা বেশি ঝুকাবে। মাথা নাড়ার ক্ষমতা থাকা পর্যন- নামায আদায় করতে হবে।
হবে।-মুসান্নাফ আবদুর রাযযাক ২/৪৭৪; হিদায়া ১/১৬১
আরআর