শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

স্বীকৃতির জন্য সরকারি কমিটির ১ম বৈঠক; যোগ হলেন দুই সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komitiআওয়ার ইসলাম: কওমি সনদের স্বীকৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বসুন্ধরার প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ বোর্ডের সভাপতি মাওলানা  আরশাদ রাহমানী  এবং সিলেট দীনি এদারা বোর্ডের সহকারী মহাসচিব মাওলানা আবদুল বছির আজাদকে কমিটিতে কো-অপ্টের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকটি কারওয়ান বাজারের আম্বরশাহ মাদরাসায় বেলা ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হয়।

জানা গেছে, বেফাক কোনো সদস্যের কো অপট করার প্রস্তাব করেনি বিধায় তাদের সদস্য যোগ করা হয়নি, তবে পরবর্তীতে চাইলে সুযোগ রাখা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র আওয়ার ইসলামকে এ সব তথ্য জানিয়েছে।

বৈঠকে কমিটির ৯ সদস্যের মধ্যে চট্টগ্রাম দারুল মাআরিফের প্রিন্সিপ্যাল মাওলানা সুলতান যওক ও জামিয়া ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। তবে মাওলানা সুলতান যওক ফোনে কথা বলে বৈঠকের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষন করেছেন।আরেক সদস্য  আবদুল বাসেত বরকতপুরী সভায় উপস্থিত হতে না পারলেও চিঠি ও প্রতিনিধি পাঠিয়েছেন।

বৈঠকে সব সদস্যকে যাচাই বাছাইয়ের জন্য কমিশনের সুপারিশমালা ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে।
 জানা গেছে, কমিটির পরবর্তী বৈঠক শিগগির অনুষ্ঠিত হবে। তবে এর তারিখ ও স্থান জানা যায় নি।
এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ