আওয়ার ইসলাম : কাশ্মীর সীমান্তে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে, ভোর চারটার দিকে বাঘসার ও সামাহনি সেক্টরে ভারতীয় সেনারা গুলি ছোঁড়ে এবং এর জবাবে পাকিস্তানও গুলি ছুঁড়েছে।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, আজ সকালের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নওসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনারাও গোলাগুলি শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ চলছিল। তবে এই গুলি বিনিময়ের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে।
সূত্র : বিবিসি
এফএফ