আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ভুলে ভরা প্রশ্নপত্র দেয়া হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়েছে। শিক্ষার্থীরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
প্রশ্নপত্রের ১টি সেটেই অন্তত ১৪টি ভুল পাওয়া গেছে। অন্য সেটে ১০০টি প্রশ্নের জায়গায় ৯৯টি প্রশ্ন দেয়া হয়েছে। এতে চরম হয়রানির শিকার হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরাও চরম বিব্রতকর অবস্থায় পড়েন।
‘গ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২৫০টি। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৫টি কেন্দ্রে ৪২ হাজার ১৪৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।