ফাইজুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : গতকাল
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এর ৫ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধনকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদপরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নের পরামর্শ দিয়ে কৃষি উৎপাদন টেকসই করে তা কৃষকদের দোরগোড়ায় তা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কৃষকদের কৃষিভিত্তিক তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তিগুলি সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে।
নতুন প্রযুক্তি এবং বিভিন্ন জাতের ফসল ও বীজ উদ্ভাবনে সফলতার জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানীরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দারিদ্র হ্রাস এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করা।
রাষ্ট্রপতি বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য খাদ্য চাহিদা পূরণ ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব সক্ষমতার সঙ্গে মোকাবেলা করা এখন দেশের কৃষির কাছে চ্যালেঞ্জ ।
এফএফ