আওয়ার ইসলাম : কওমী মাদরাসা সনদের সরকারী স্বীকৃতির জন্য গঠিত “বাংলাদেশ কওমী মাদরাসা কতৃপক্ষ আইন ২০১৩” বর্তমান সময়ের আলোকে অধিকতর উপযোগী করণের লক্ষে শিক্ষা মন্ত্রনালয় কতৃক গঠিত কমিটিকে বেফাকের প্রত্যাখান দেশের শীর্ষ আলেম উলামাদের মাঝে চলমান বিরোধ আরো শক্ত হবে বলে মন্তব্য করেছেন কওমী সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান ।
বেফাকের বৈঠকের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, বেফাক কিছু কায়েমীস্বর্থন্বেসী রাজনৈতিক ব্যাক্তিকে খুশি রাখতে শিক্ষার্থিদের সম্ভাবনাময়ী উজ্জল ভবিস্বত বাধার মুখে পড়বে। বেফাক নেতৃবৃন্দের উচিৎছিল কওমী শিক্ষার্থিদের উজ্জল ভবিস্বতের কথা বিবেচনা করে আলোচনার পথ প্রশস্ত করা। বিবৃতিতে তিনি বলেন গঠিত কমিটি তাদের অভিজ্ঞতা, জ্ঞানের গভিরতা এবং দূরদর্শিতা দিয়ে সকল বাধা মোকাবেলা করে কওমী মাদরাসার এবং এর শিক্ষার্থীদের জন্য সুন্দর সর্বজন গ্রহনযোগ্য একটি রুপরেখা প্রদান করবেন এবং সরকার সে মোতাবেক কওমী সনদের সরকারী স্বীকৃতি দিতে উদত্ব আহ্বান জানান।
এফএফ