আওয়ার ইসলাম : ভারতের উরি সেনাঘাঁটিতে হামলার পর চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল ৮টা পর্যন্ত এই গোলাগুলি চলেছে।
গোলাগুলি শুরুর জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
ভারত দাবি করছে, ‘দক্ষিণ কাশ্মীরের নওগাম সেক্টরে ভারতীয় সেনাঘাঁটির ওপর গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা মর্টার গোলাও নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়েছে।’ অন্যদিকে বিনা উসকানিতে ভারতই প্রথমে গুলিবর্ষণ শুরু করেছে বলে দাবি পাকিস্তানের।
এফএফ