আওয়ার ইসলাম : অবশেষে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে গঠিত কমিশন প্রত্যাখ্যান করলো বেফাক। আজ দুপুরে হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বেফাকের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছে।
কওমি মাদরাসা সনদের স্বীকৃতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত নয় সদস্য বিশিষ্ট কমিটির প্রতিক্রিয়ায় ও নিজেদের সিদ্ধান্ত জানান দিতে সকাল ৯ টায় হাটহাজারী মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর গুরুত্বপপুর্ণ এই বৈঠকটি শুরু হয়।
সবার সম্মতিক্রমে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের সকল আঞ্চলিক বোর্ডগুলোকে নিয়ে আগামি সোমবার বৈঠকে বসবেন বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। ওই বৈঠক থেকে সকল বোর্ড নিজেদের দাবি দাওয়া সম্বলিত শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি রিপোর্ট পেশ করবে বেফাক।
বৈঠকে বক্তব্য রাখেন, বেফাক মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী,মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,জুনায়েদ আল হাবিবী,আল্লামা সাজেদুর রহমান,আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রমুখ।
আরও পড়ুন
জরিপে দেখা যাচ্ছে স্বীকৃতির জন্য শিক্ষার্থীরা উতলা হয়ে আছে: মাওলানা আনওয়ার শাহ
প্রয়োজনে বেফাক স্বীকৃতি-কার্যক্রমের নেতৃত্ব দেবে -মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ
বেফাকের মাধ্যমে স্বীকৃতি দিলে কোনো প্রশ্ন থাকবে না -আল্লামা মোস্তফা আজাদ
শর্ত মেনে স্বীকৃতি দিলে বেফাক পক্ষে থাকবে – শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী
এফএফ