আওয়ার ইসলাম : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের আগ্রাসন মোকাবেলায় পকিস্তান তার পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে নিবৃত হবে না। মঙ্গলবার স্থানীয় টিভি চ্যানেল এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
তিনি বলেন, ‘পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র প্রদর্শনীর জন্য উন্নয়ন করেনি। এগুলো আমাদের প্রতিরক্ষার জন্যই তৈরি করা হয়েছে।’
খাজা আসিফ আরও বলেন, ‘আমি এটা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় বাহিনী যদি আমাদের নিজস্ব সীমানায় ঢুকে কোনো রকম অরাজকতার সৃষ্টি করে সেক্ষেত্রে পাকিস্তান হাত ঘুটিয়ে বসে থাকবে না। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প থাকবে না।’
এফএফ