শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ

ফুলপুরে ইফা উপজেলা ফিল্ড সুপারভাইজারের পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ifaএম এ মান্নান, ফুলপুর থেকে : ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ফুলপুর উপজেলা ফিল্ড সুপারভাইজারের বিদায় ও বরণ মঙ্গলবার সকালে উপজেলা ইফা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছাসহ বিদায় ও সিনিয়র ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঊক্তব্য রাখেন, মাস্টার ট্রেইনার দেলোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী কেয়ার টেকার মাওলানা ফজলুল হক আকন্দ প্রমুখ।

বিদায়ী ফিল্ড সুপারভাইজার উপস্থিত শিক্ষক কর্মকর্তা ইমামগণ ও উপজেলা প্রশাসনের ভূয়ুষী প্রশংসা করে বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামান বলেন, উপজেলা প্রশাসন ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে ফাউন্ডেশনের কার্যক্রমকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব হব, ইনশা আল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার সবাইকে নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সঠিকভাবে পালন করার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, সাদেকুল ইসলাম ২০১০ সনের ১ সেপ্টেম্বরে যোগদান করেছিলেন। খন্দকার আবু রওশন মোস্তফা জামান আজ ২৮ সেপ্টেম্বর ফুলপুর ফিল্ড সুপারভাইজার পদে যোগদান করবেন।

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ