আওয়ার ইসলাম: কাজ আর উত্তম ক্যারিয়ারে জন্য বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে স্থান করে নিয়েছে আরবের ৩ দেশ। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। সম্প্রতি যুক্তরাজ্যের এইচএসবিসি ব্যাংকের এক জরিপে উঠে এসেছে এ তথ্য।
জরিপে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন, জরিপ কাজের জন্য ১৯০ টি দেশের ২৭ হাজার মানুষের মতামত নেয়া হয়েছে। যাদের প্রশ্ন করা হয়েছিল, জীবনের নিরাপত্তা, উত্তম কর্ম এবং কাজের পর পরিবারের জন্য সঞ্চয় কোন দেশে সবচেয়ে সহজ ও নিরাপদ।
রিপোর্টে বলা হয়েছে, ক্যারিয়ার, নিরাপত্তা ও কর্মের জন্য সবচেয়ে উত্তম দেশ সুইজারল্যান্ড। দ্বিতীয়তে রয়েছে সিঙ্গাপুর, তৃতীয় জার্মানি, চতুর্থ নরওয়ে, পঞ্চম সংযুক্ত আরব আমিরাত। ষষ্টতম স্থানে রয়েছে সুইডেন, সপ্তম স্থানে অস্ট্রিয়া। অস্টম স্থানে রাখা হয়েছে চারটি দেশ যথাক্রমে সৌদি আরব, কাতার, হল্যান্ড ও কানাডা।
সূত্র: ডেইলি আজাদ, আমাদের সময় ডটকম