ফারুক ফেরদৌস : ইসলামি ফিকাহর সাধারণ নিয়ম অনুযায়ী মোহর কোনো সম্পদ দিয়েই আদায় করতে হয়। কিন্তু আফ্রিকার দেশ মৌরতানিয়ায় একটি অন্যরকম মোহর নির্ধারণ করার ঘটনা ঘটেছে। মেয়ের বাবা এক মিলিয়ন দরুদ শরিফ পড়াকেই মোহর হিসেবে কাবিননামায় উল্লেখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন।
ছেলে উচ্চশিক্ষিত তরুণ। কিন্তু উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বেকার। তাই শশুর মোহর হিসেবে এক মিলিয়ন দরুদই চাইলেন। দশ লক্ষ বার দরুদ পাঠের বিনিময়ে মেয়ের মোহর মাফ করে দিয়েছেন তিনি। ঘটনাটি মৌরতানিয়ার একটি প্রধান শহর নোয়াকোট এর তারহিল কলোনিতে ঘটেছে।
দরুদ শরিফ পাঠকে মোহর হিসেবে নির্ধারণের এমন খবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে। মানুষ নানান রকম কথা বলছে। এর পক্ষে কেউ কেউ থাকলেও বিপক্ষেই মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। বিরোধীরা বলছেন এটা বেদআত, ইসলামি শরিয়ায় এরকম মোহর নির্ধারণের কোনো নিয়ম নেই। পক্ষের যুক্তি হলো, এরকম মোহর দেয়ার ব্যবস্থা থাকলে বিয়েতে বাঁধা দূর হবে। কারণ অনেক যুবক মোহরের টাকা যোগাড় না হওয়ার কারণে সঠিক সময়ে বিয়ে করতে পারে না। বিয়ের বয়স পার হয়ে যায়।
এফএফ