আওয়ার ইসলাম : জাতিসংঘ মহাসচিব বানি কি মুনের সঙ্গে আলোচনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যু তুলে ধরেছেন ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি। পাশাপাশি তিনি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরেছেন। মুসলিম বিশ্বের চলমান সংকট নিয়ে আলোচনার সময় তারা এসব ইস্যুতে কথা বলেন।
গতকাল রেবাবার ওআইসি’র পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান কি মুনের সঙ্গে বৈঠকের সময় মাদানি বিশেষভাবে কাশ্মিরের চলমান ঘটনাবলী তুলে ধরেন। এ সময় সেখানকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম বার্ষিক অধিবেশনের অবকাশে বান কি মুনের সঙ্গে এ বৈঠক করেন ওআইসি মহাসচিব। এ সময় দুই মহাসচিব কাশ্মির ইস্যুতে তাদের পারস্পরিক উদ্বেগ নিয়ে আলোচনা করেন। মাদানি পরিষ্কার করে বলেছেন, কাশ্মির মোটেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।
গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে ইসলামাবাদে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে কাশ্মির পরিস্থিতিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি জাতিসংঘ প্রস্তাবিত গণভোট আয়োজনে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।