ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বনতারা কওমি মাদরাসা থেকে ৩ ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার দিনাজপুর থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ ছাত্ররা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩), আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)।
বনতারা মদিনাতুল উলুম কওমি মাদরাসার পরিচালক কারী শহিদুল্লাহ জানান, গত বুধবার সকালে তারা নাস্তা করার জন্য বের হয়ে আর ফেরত আসেনি।
অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তিনি শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১৩৮৮।
নিখোঁজ ছাত্র সুজনের বাবা শাহ আলম বলেন, ছেলেরা নিখোঁজ শুনে আমরা খুবই চিন্তিত। সম্ভব সব জায়গায় খবর নিচ্ছি কোথাও পাচ্ছি না, এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।
ঠাকুরগাঁও সদর থনাার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, তিন ছাত্র দিনাজপুরের বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসা থেকে বুধবার নিখোঁজ হয়েছে। এ বিষয়টি আমরা অভিভাবকদের কাছ থেকে জেনেছি। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষার্থীরা দিনাজপুরের মহনপুর এলাকার বনতারা কওমি মাদরাসায় তিন বছর ধরে হিফজ বিভাগে অধ্যায়ন করে আসছিল।
আরআর