আওয়ার ইসলাম: বিশাল শোডাউনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের নবগঠিত উত্তর-দক্ষিণের কমিটির জন্য এই সংবর্ধনা অগ্নিপরীক্ষা হিসেবে সামনে এসেছে।
ব্যাপক লোক সমাগম ঘটাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ছুটে আসার প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাণ্ডারি ও সংসদ সদস্য শামীম ওসমান একাই নেতাকর্মীদের আসার জন্য ২ শতাধিক বাসের ব্যবস্থা করেছেন।
আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে গিয়ে মনে রাখার মতো শোডাউন করা হবে। ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার বিকালে ঢাকায় পৌঁছবেন শেখ হাসিনা।
কানাডা সফরকালে শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থান আবারো তুলে ধরে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নারীর ক্ষমতায়নে বাংলাদশের অভূতপূর্ব সাফল্যে জাতিসংঘের দুটি পুরস্কার অর্জন করেছেন। এ লক্ষ্যে আওয়ামী লীগ তাকে দেশে ফিরলে সংবধর্নার প্রস্তুতি নিয়েছে।
বিমানবন্দরে লাখো জনতার ঢলই নামবে না, নেতারা বলেছেন- রাস্তার দুইপাশে সারিবদ্ধভাবে কর্মীরা পুষ্পবৃষ্টিতেও অভিসিক্ত করবেন।
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ এক নেতা জানান, বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ও করতালির মাধ্যমে নেত্রীকে বরণ করবে উত্তর আওয়ামী লীগ।
অপরদিকে, একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজয় সরণি হয়ে তার সরকারি বাসবভন গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দেবেন দক্ষিণ আওয়ামী লীগ। তবে দুই নগরের নেতাকর্মীরা কে কোথায় দাঁড়াবে এর একটি খসড়া করে তাদের পক্ষে থেকে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কাছে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের(দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পূর্বপশ্চিমকে বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কারে আমরা আনন্দিত ও ধন্যবাদ জানাই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বিদেশ সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরা উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের(উত্তর) প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা।
সূত্র: পূর্বপশ্চিম