আওয়ার ইসলাম : আমেরিকার অর্ধেক ভোটার মনে করেন- রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনীকে পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দেবেন। নতুন এক জনমত জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
‘সার্ভে মাংকি’ এ জরিপ চালিয়েছে এবং আজ (শুক্রবার) তার ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৪৬ ভাগ ভোটার মনে করেন নিউ ইয়র্কের এ ধনকুবের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং অন্য বিদেশি শত্রুদের বিরুদ্ধে পরমাণু বোমা হামলার অনুমতি দেবেন। বাকি ৫৪ ভাগ ভোটার মনে করেন- ট্রাম্পের শাসনামলে আমেরিকা বৈদেশিক ঋণের কবলে পড়বে।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার অ্যান্ড্রু ওয়েনস্টিন বলেন, “আমেরিকার জনগণ মনে করছে যে, ট্রাম্প নির্বাচিত হলে হয় পরমাণু যুদ্ধ দেখবে না হয় দেশ বৈদেশিক ঋণের কবলে পড়বে। এমনকি ট্রাম্পের নিজের সমর্থকরাও বিশ্বাস করেন যে, ট্রাম্প নির্বাচিত হলে পরমাণু যুদ্ধ, অর্থনৈতিক সংকট কিংবা সাংবিধানিক বিপর্যয় দেখা দিতে পারে।”
জনমত জরিপে অংশ নেয়া লোকজন আরো বলেছেন, ট্রাম্প নির্বাচিত হলে মুসলমানদেরকে চিহ্নিত করার জন্য ডাটাবেইজ তৈরি, অবৈধ অভিবাসীদের জন্য বন্দীশিবির তৈরি ও আমেরিকার বিভিন্ন শহরে জাতিগত দাঙ্গা দেখা দিতে পারে।
সূত্র : পার্স টুডে
এফএফ