সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সড়ক কেড়ে নিলো প্রাণ! নিঃস্ব এখন আলেম পরিবার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

durgotonaএহসান বিন মুজাহির

সড়ক দুর্ঘটনা যেন এ দেশের নিত্যদিনের দুঃসংবাদ। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের শুধু কান্না নয়, কোনো কোনো সময় সারা জীবনের জন্য ওই পরিবারের ওপর চেপে বসে পাহাড়সম কষ্টের পাথর। পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি যখন দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, তখন ওই পরিবারটির বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়ে। তাদের সকল আশা-স্বপ্ন ও সুন্দর ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। নিহত পরিবারের চলছে কান্না আর কান্না! কেউ জানেন না এ কান্নার আর কষ্টের শেষ কোথায়। এভাবে প্রতি বছর হাজার হাজার পরিবারে ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কাঁদতে হচ্ছে কাউকে না কাউকে। যাত্রাপথে প্রায় সবাইকে তাড়িয়ে বেড়ায় এই দুঃসহ স্মৃতি। সড়ক দুর্ঘটনার মৃত্যুর মিছিল মিছিল যেন থামার নয়! দিন যতই যাচ্ছে ততই উদ্বেগ ও যাতনা বাড়ছে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  বিয়ে করতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ  উপজেলার রুপশপুর গ্রামের একই পরিবারের ৬ জনসহ নিকটাত্মীয় আরও ২জন নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত বর মাওলানা আবু সুফিয়ানের পরিবার, তার চাচা মতিউর রহমানের পরিবার, দুরুদ মিয়ার পরিবার ও মাওলানা সাইদুর রহমানের পরিবার নেহায়েত গরীব! স্বজনহারা পরিবারে এখন চলছে শোকের মাতম। উপাজর্নক্ষম মানুষজনকে হারিয়ে ৪টি পরিবার প্রায় নিঃস্ব। দুর্ঘটনায় নিহত মাওলানা সাইদুর রহমানের এক ছেলে ও এক মেয়ের ছোট পরিবার ছিল। বয়সে ছেলে মেয়েরা খুবই ছোট। বড় মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। বাবা বৃদ্ধ। তিনি হাউমাউ করে কাঁদছেন। একমাত্র ছেলে মাওলানা সাইদুর মারা যাওয়ায় সংসারটি নিঃস্ব হয়ে গেছে। আহ! সাইদুর, সুফিয়ান পরিবারে কান্নার আর কষ্টের শেষ কোথায়!

দুর্ঘটনায় নিহত আবু সুফিয়ান, স্বামী হাদিউর রহমান সরফর, দেবর মতিউর রহমান মুর্শেদ, মুর্শেদের ছেলে আলী হোসেন (১২) ও মুর্শেদের মামা হাজী আব্দুল হান্নান মারা গেছেন। এক ছেলে তারিকুল ইসলাম কামরান আশঙ্কাজনকভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বাড়িতে ৯ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে শাহনুর আহমদ আছে। স্বামী হাদিউর রহমান ছোট ১টি চা দোকান থেকে আয় করে সংসার চালাতেন। তাদেওর পরিবাওে এখন উপার্জনের আরও কেউ নেই। মতিউর রহমান মুর্শেদের স্ত্রী অজুফা বেগমের সাথে কথা বলে জানা যায়-এক ছেলে এক মেয়েকে নিয়ে ছোট সংসার ছিল। স্বামী মুর্শেদ রাজমিস্ত্রিরি কাজ করতেন। দুর্ঘটনায় একমাত্র ছোট ছেলে আলী হোসেন সহ স্বামী মারা গেছেন। বাড়িতে নবম শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ে রুবিনাকে নিয়ে তিনি এখন পুরোদমে অসহায়। সংসার চালানোর আর কেউ নেই পরিবারে। নিহত দুরুদ মিয়া পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এক ছেলে ও পাঁচ মেয়ের মাধ্যে বসত ভিটের এক অংশ বিক্রি করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ২ মেয়ে কলেজে  নিহত বর আবু সুফিয়ানের মা জরিনা বেগম কেঁদে কেঁদে বলেন, ৩ ছেলের মাঝে সে বড় ছেলে ছিল। বিয়ে করে ঘরে ফিরে আনন্দ করার কথা ছিল। মা জরিনা মাতম করে আরো বলতে তাকেন, এ আমার কি হইল রে। আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ী ফিরে আনন্দ করা কথা। তা না হয়ে সড়ক দূর্ঘটনায় আমার পরিবারকে তছনছ করে দিয়েছে। আমি এখন কারে নিয়ে বাঁচমো? জরিনা’র  মতো বাকি ৪ পরিবারে ও একই আহাজারী। তাদের আত্মীয়-স্বজনরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। সান্তনা দেয়ার ভাষা ও হারিয়ে ফেলেছেন তারা।

সড়ক-মহাসড়কে মর্মান্তিক প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। প্রতিদিন সড়ক কেড়ে নিচ্ছে তাজাপ্রাণ। কেউ বা বরণ করছেন আজীবনের জন্য পঙ্গুত্ব। প্রতিদিন যে হারে সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে তাতে প্রশ্ন ওঠে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কোথায়? কখনো বাস, ট্রাক, মাইক্রোবাস, মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে সজোরে ধাক্কা, বাস ছিটকে পড়েছে হয়তো গভীর খাদে এভাবে অসংখ্য দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রতিদিন গণমাধ্যমে সড়ক দুর্ঘটনার বীভৎস ছবি, স্বজন হারানো মানুষের আহাজারি প্রতিটি বিবেকবান মানুষকে শোকে কাতর করে ফেলেছে!

সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গি। ঈদযাত্রায় শুধু ১২ দিনে (৭-১৮ সেপ্টেম্বর) সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে ২১১ দুর্ঘটনায় ২৬৫ জন নিহত ও ১ হাজার ১৫৩ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু ১৯৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৮ জন ও আহত হয়েছেন ১ হাজার ৫৬ জন। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 'ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৬' প্রতিবেদন থেকে জানা  যায়।  মৃত্যু মানুষের স্বাভাবিক নিয়তি। কিন্তু সে মৃত্যু যখন হয় সড়ক দুর্ঘটনায় তখন কষ্টের শেষ থাকে না, কোনো দুর্ঘটনার ফলে নিমিষেই ঝরে যাচ্ছে একেকটি প্রাণ, তবে তা সত্যিই বেদনাদায়ক এবং একই সঙ্গে উদ্বেগের। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী এই মানুষগুলো কারো  না কারো কারো স্বজন। অস্বাভাবিক মৃত্যুর খবরটি আপনজনের কাছে কতই না বেদনার!  স্বজন হারানোর বেদনা শুধু স্বজনরাই অনুভব করছেন বারবার। সড়ক দুর্ঘটনায় শুধু যে মানুষের জীবনই ঘাতক বাস, ট্রাক কেড়ে নেয় তা কিন্তু নয়। দুর্ঘটনায় পরিবারের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। এমন পরিবার আছে শুধু উপার্জনক্ষম ব্যক্তিটি মারা যাওয়ার ফলে পরিবার-পরিজন, সন্তান নিয়ে চরম অর্থনৈতিক অশ্চিয়তার মধ্যে পড়ে। দুর্ঘটনায় পতিত হয়ে বেঁচে থাকলেও সারাজীবন পঙ্গুত্ব বহন করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) গত বছরের তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২১ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বর্তমানে এ সংখ্যা আরও বেশি। দুর্ঘটনার মৃত্যুর ৩২ শতাংশই নিরীহ পথচারী। অথচ পার্শ^বর্তী দেশ ভারতে পথচারীর মৃত্যুহার ৯ শতাংশ এবং ভুটানে মাত্র ৩ শতাংশ। সড়ক দুর্ঘটনায় যাত্রীর মৃত্যুহার ৪১ শতাংশ এবং চালকের মৃত্যুহার ২৭ শতাংশ। উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে এ হার প্রায় দ্বিগুণ। বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৯০ শতাংশই অনুন্নত দেশে। সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয় তাদের ৬৫ শতাংশই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তারা পেশাগত কারণে তথা উপার্জনের জন্য রাস্তায় বের হয়। ফলে তাদের মৃত্যুতে সম্পূর্ণ পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়। দেশে সড়ক দুর্ঘটনায় বার্ষিক জিডিপির ১.৬ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। ৭০ শতাংশ সড়ক ব্যবহার করে মাত্র ৫ শতাংশ লোকের ব্যক্তিগত গাড়ি (দ্য ডেইলি স্টার, ২১ অক্টোবর ২০১৫)

সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, একের পর এক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) দৈনিকে যুগান্তরের  শিরোনাম ছিল ‘ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ জনের।’  ১৭ সেপ্টেম্বর শনিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ছিল ‘সড়কে ঝরল ২৩ প্রাণ, ব্রাহ্মণবাড়িয়ায় বরসহ নিহত ৮।  গত ১৮ সেপ্টেম্বর  দৈনিক নয়া দিগন্তের শিরোনাম  ছিল ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১০৩ জনের; আহত ৪২৪,দৈনিক ইনকিলাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ,  ১৯ সেপ্টেম্বর  দৈনিক মানব জমিনে সড়ক র্দুঘটনায়  ২ বোন নিহত,  ২২ সেপ্টম্বর দৈনিক ইনকিলাবের সড়কের বাস ঘরে : ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু। সড়ক দুর্ঘটনার কারণে কত পরিবার নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে তার খবর কে রাখে! বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত সাত মাসে ১৪৭৩ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তাছাড়া বিগত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৬০৭ জনের অকাল মৃত্যু হয়েছে। ২০১২ সালে ২০০৯ জন, ২০১৩ সালে ১৫৪৬ জন, ২০১৪ সালে ২১৩৫ জন, ২০১৫ সালে ২৫৮০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিিিতর দেয়া তথ্য মতে গত ঈদুল ফিতরের যাত্রায় সড়ক, রেল ও নৌপথে ১২১টি দুর্ঘটনায় ১৮৬ জন নিহত এবং ৭৩৬ জন আহত হন। বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়২০১৫ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২১ হাজার ৮৫৫ জন। দেশের সড়কগুলো  মৃত্যুফাঁদ। এ ফাঁদে পড়ে প্রতিদিনই মৃত্যুবরণ করছে শিক্ষক-শির্ক্ষাথী, আলেম, কৃষক, শ্রমজীবি, শিক্ষাবিদ, জ্ঞানী-গুণী বিশিষ্ট ব্যক্তিরাও। মহাসড়কে লাশের মিছিল থামছে না।

সড়ক দুর্ঘটনারোধে নেই কোনো পদক্ষেপ। শুধু এবাছরের ঈদুল ফিতর আর ঈদুল আজহায়ই নয় নয় প্রতি বছরই ঈদের আগে ও পরে দেশে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষকে প্রাণ দিতে হচ্ছে। সড়কে লাশের মিছিল দীর্ঘ হলেও এ নিয়ে যেন কোন দায়বদ্ধতা নেই সরকার কিংবা সংশ্লিষ্ট মহলের!

সড়ক দুর্ঘটনার বহুবিধ কারণের মাঝে চালকের অদক্ষতা ও বেপরোয়া গাড়ি চালনা, , বিপজ্জনকভাবে পাশ কাটানো (ওভারটেকিং), সড়কে বিভাজক না থাকা, ট্রাফিক আইন না মানা, চালকের বেপরোয়া মনোভাব, প্রশিক্ষণবিহীন অদক্ষ চালক, যাত্রীদের অসচেতনতা,  অপ্রশস্ত,  রাস্তায় ডিভাইডার না থাকা, পুরনো ওত্রটিযুক্ত ফিটনেসবিহীন যানবাহন চলাচলের সুযোগ, অদক্ষ চালককে লাইসেন্স প্রদান, ড্রাইভিং পেশার উৎকর্ষহীনতা, অপরাধীদের কঠোর শাস্তি  না হওয়া,  গাড়ি মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা অনাদায়  এবং কঠোর আইন প্রণয়ন ও ও প্রয়োগের অভাবে সড়কে লাশের মিছিল বাড়ছে। সড়ক দুর্ঘটনায় মানুষের স্বাভাবিক মৃত্যরোধে কঠোর পদক্ষেপ নেয়া জরুরি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ