আওয়ার ইসলাম: রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা শুক্রবার যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পাকিস্তানে এসে পৌঁছেছে । দেশটির আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বিবৃতিতে আইএসপিআর জানায়, এটি পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার অংশ মাত্র। এ মহড়া চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
এদিকে ভারতের উরিতে চলমান সংকটের মধ্যে এ ধরনের মহড়া সাময়িক স্থগিত হতে পারে বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু মস্কোস্থ পাকিস্তানের দূতাবাসের অ্যাম্বাসেডর কাজী খলিলুল্লাহ জানান, পূর্ব নির্ধারিত সময়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: হামলার প্রস্তুতি; পাকিস্তানের আকাশে যুদ্ধবিমান
সূত্র: ডেইলি পাকিস্তান